ইলরো: পৃথিবীর সবচেয়ে বর্ণিল আয়োজন
১৭ আগস্ট ২০১৯ ১১:৫২ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১২:৫৯
এটা আসলে সংগীত উৎসব। ডিজে মিউজিক, নাচ, বাহারি ফেস্টুন-ব্যানার, খেলা সবই থাকে ইলরোর আয়োজনে। বেশকিছু বছর ধরে লন্ডন, ইবিজা, বার্লিনসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে এই বর্ণাঢ্য উৎসব। তা এখন পরিণত হয়েছে সাংস্কৃতিক আয়োজনে। ইলরোর স্বপ্নদ্রষ্টাদের একজন জুয়ান আরনাও জুনিয়র বলেন, মানুষ আসলে একঘেয়ে বিনোদন থেকে মুক্তি চায়। তাই ইলরোর আগমণ। অনুষ্ঠানের বর্ণিল সব ছবি ছাপিয়েছে বিবিসি।
বিশ্বের ৫০টির বেশি দেশের ২৫ লাখেরও বেশি দশনার্থী ইলরোর আয়োজনে অংশ নিয়েছে।
আয়োজনের অন্যতম আকর্ষণ জমকালো কস্টিউম। সুপারহিরোদের আদল, বাউন্সিং বল, বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবি ব্যবহার করা হয় উৎসবে।
তরুণ থেকে বৃদ্ধ সবাই অংশ নেয় ইলরোর আয়োজনে। লন্ডনে উৎসবটি করা হয়েছিল একটি জাহাজে।
ইলরো আশা করছে তাদের আগামী অনুষ্ঠানগুলো হবে পরিবেশের সঙ্গতিপূর্ণ।
সাজ-সজ্জায় থাকে বিভিন্ন থিম বা বিষয়বস্তু।
কস্টিউমের ব্যাপকতা ও প্রাণীর বর্ণিল অবয়ব।
এমনই অন্য আয়োজন লাস ভেগাসের ইলেকট্রিক ডেইজি কার্নিভাল।