Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান উড়ার আগেই আটক মদ্যপ দুই পাইলট


৪ আগস্ট ২০১৯ ১৭:৪৪ | আপডেট: ৪ আগস্ট ২০১৯ ১৭:৪৬

ইউনাইটেড এয়ারলাইনসের দুই পাইলটকে বিমান উড়ার আগেই স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাদের ‘ব্রেথ টেস্ট’ অ্যালকোহল পজিটিভ ছিল। ওই দুই পাইলটের বয়স ৪৫ ও ৬১ বলে উল্লেখ করা হলেও তাদের পরিচয় জানানো হয়নি। বিমানটির গন্তব্য ছিল গ্লাসগো থেকে নিউইয়র্ক।

শনিবার (৩ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি এ খবর ছাপায়।

ইউনাইটেড এয়ারলাইনস এই ঘটনায় বিবৃতি দিয়ে বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। কর্মীদের জন্য কোম্পানির পলিসিতে অ্যালকোহলের জন্য কোনো ছাড় নেই। ওই দুই পাইলটকে তৎক্ষণাৎ চাকরিচ্যুত করা হয়েছে ও স্থানীয় কর্তৃপক্ষকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।

আটক দুই পাইলটকে আগামী ৫ আগস্ট আদালতে হাজিরের কথা রয়েছে।

২০১৬ সালের আগস্টে ইউনাইটেডের অন্য দুই পাইলটকে গ্লাসগো বিমানবন্দরে অ্যালকোহল গ্রহণের অভিযোগ আটক করা হয়। পরবর্তীতে তাদের ১০ ও ১৫ মাস করে জেল দেওয়া হয়েছিল।

অ্যালকোহল ইউনাইটেড এয়ারলাইনস পাইলট আটক ব্রেথ টেস্ট