ডানা ভিজে গেলে, পালকের রঙ কোথায় লুকিয়ে রাখি?
২৫ জুলাই ২০১৯ ১১:৩৪ | আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১৫:৫০
বর্ষাকালে কেন বৃষ্টি হচ্ছে বলে যারা হা হুতাশ করছিলেন তারা নিশ্চয়ই এখন খুশি? রাতের ঘুমটাও ভালো হয়েছে, সকালেও বেশ ঠাণ্ডা আবহাওয়ায় বাড়ি থেকে বের হয়েছেন।
অবশ্য আমি জানি, অনেকেরই বাড়ি থেকে বের হতে ইচ্ছা করছিল না।
কিন্তু জীবনের তাগিদ কিংবা পেটের দায় যা-ই বলেন না কেন বাড়ি থেকে আমাদের বের হতেই হয়। সেজন্য একটু আলসেমি লাগলেও তাকে প্রশ্রয় না দেওয়াই ভালো।
কারণ, যতই বৃষ্টির দিন হোক, যতই ডানা ভিজে যাক, পাখিকে উড়তে হবেই।
হঠাৎ একটা কবিতা মনে পড়ে গেলো। যেটাকে আমরা বলি টিন এজ, সেই সময় কোথাও পড়েছিলাম। আজ অব্দি মাথায় গেঁথে আছে। আপনারাও পড়ে দেখতে পারেন:
নীরবে ডেকেছ বৃষ্টি পাগল
বর্ষাতি ছাড়া পাখি,
ডানা ভিজে গেলে
পালকের রঙ কোথায় লুকিয়ে রাখি?
রাগ, অভিমান, চুল, আস্তিন
বাহু ভরে গেছে জলে
সাধারণ এক যুবকের নেশা
দেখে তুমি থমকালে!
দাঁড়ালে যেখানে সেখানেও মেঘ পতনের আগে হাসে।
বৃষ্টি বৃষ্টি, বলি এইভাবে কেউ বুঝি ভালোবাসে?
পাগল ডেকেছ, চালচুলোহীন, প্রণয়ের উড়ো খই
ভিজতে ভিজতে জ্বর হোক তবু, ভালো আমি বাসবোই।
কবিতা শেষ, এখন কাজের কথা বলি।
সকালটা যত মনোরম ছিল সারাদিন তেমন যাবে ভাববেন না। বেলা যত গড়াবে আবহাওয়া উষ্ণ হয়ে উঠতে শুরু করবে। অবশ্য আকাশে মেঘের আনাগোনাও থাকবে। কখনো কখনো হতে পারে বৃষ্টি আর বজ্রপাতও। বিশেষ করে দুপুরের পরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে যে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় রয়েছে। দেশের কয়েক জায়গায় গতকালও যে তাপপ্রবাহ ছিল আজ আর তার সংকেত নেই।
ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টি আর বজ্রপাতও হতে পারে।
যেহেতু বজ্রপাতে প্রায়ই দেশের কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে তাই আশা করি এটাকে খুব হালকাভাবে দেখবেন না কেউ। বজ্রপাতের সময় সাবধানে থাকবেন। বড় গাছের নিচে বা খোলা জায়গায় আশ্রয় নেওয়া যাবে না।
এই তো। আজকের মতো এটুকুই।
সবার দিন ভালো কাটুক।