Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘের কোলে রোদ হেসেছে


২২ জুলাই ২০১৯ ০৯:৪৪ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ০৯:৪৭

শ্রাবণের মেঘগুলো আকাশে কিন্তু জড়ো হয়েছে। তবে জড়ো হলেই যে সবসময় ঝরে পড়তে হবে তা তো নয়। কিছুক্ষণ পর পর তারা সরে গিয়ে সূর্যকেও জায়গা করে দিচ্ছে। বেশ বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বলাই যায়।

আকাশের দিকে তাকালেই মন ভালো হয়ে যেতে পারে। ঝকঝকে আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ, তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। তবে সেই সূর্যের কিন্তু ভালোই তেজ আছে। মানে পথে বের হলে টের পাওয়া যাচ্ছে সূর্যের তেজ।

তারপরেও যারা বৃষ্টির চেয়ে রোদকে পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি এখন পর্যন্ত ভালোই বলা যায়। তবে দুপুরের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটাও মাথায় রাখতে হবে।

উপগ্রহ জানাচ্ছে, আজ সোমবার (২২ জুলাই) রাজধানীর আকাশে সূর্য যেমন থাকবে, তেমনি থাকবে মেঘের আনাগোনা। তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে ৩৪ ডিগ্রি, সেইসময় সেটা আপনরার শরীরে মনে হবে যেন ৪২ ডিগ্রি। প্রচুর ঘাম হবে, তাই সে অনুযায়ী বিশুদ্ধ পানিও পান করতে হবে।

গরমের দেখা বেশি পাবেন ফরিদপুর, মাইজদীকোর্ট, রাজশাহী, মাড়াশ, দিনাজপুর, খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মানুষ। কারণ দেশের এইসব অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। যেটা কয়েকদিন অব্যাহত থাকবে।

অন্যদিকে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা মাঝারিও হতে পারে আবার ভারী হতে পারে।

সবার দিন ভালো কাটুক।

ছবি: আবু হাসান

সারাবাংলা/এসএমএন

মেঘ রোদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর