Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে বাঘ, পালালো বাড়ির মালিক


১৯ জুলাই ২০১৯ ১৬:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৯:৩০

ভারতের আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান বন্যার পানিতে তলিয়েছে। বাধ্য হয়ে সংরক্ষিত এলাকা থেকে বেরিয়ে এসেছে এক রয়েল বেঙ্গল। বৃহস্পতিবার (১৮ জুলাই) ওই বাঘিনী হাঁটতে হাঁটতে হাইওয়েতে চলে যায়। তবে কোলাহল ও গাড়ির শব্দ পছন্দ না হওয়ায় এটি আশ্রয় নেয় স্থানীয় এক বাসিন্দার ঘরে। বাড়ির মালিক মতিলাল বাঘিনীকে বিরক্ত করেননি, তবে স্ত্রী পরিবার নিয়ে আপতত পালিয়েছেন। খবর বিবিসির।

ভারতের ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ইন্ডিয়া জানায়, বাঘিনীটি হাইওয়ে পেরিয়ে স্থানীয় এক দোকানির ঘরে আশ্রয় নেয়। এবং সারাদিন ঘুমিয়ে কাটায়। এটিকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। নিরাপত্তারক্ষীরা বাঘিনীটিকে বেরিয়ে যাওয়ার সহজ পথ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তা রাথিন বর্মণ জানান, বাঘটিকে আশেপাশে ঘুরতে দেখেই বাড়ির মালিক মতিলাল পালিয়েছে। ভালো বিষয়টি হলো বাঘিনীটকে কেউ বিরক্ত করেনি। বন্যপ্রাণীর প্রতি এই অঞ্চলের মানুষের অনেক সম্মান রয়েছে।

তবে বাঘিনীটি উদ্যানের গভীরে গেছে নাকি   আশেপাশে ঘুরাফেরা করছে সে বিষয়ে নিশ্চিত নন রাথিন বর্মণ!

সম্প্রতি বন্যায় কাজিরাঙা জাতীয় উদ্যান বন্যায় অন্তত ৯২টি প্রাণী মারা গেছে। এরমধ্যে রয়েছে  হরিণ, রিহানো, হাতি ও শূকর। তবে ১১০টি বাঘ-বাঘিনীর মধ্যে একটিরও মৃত্যু হয়নি।

সারাবাংলা/ এনএইচ

বন্যা বাঘ বাঘিনী ভারত রয়েল বেঙ্গল টাইগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর