Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘলা মন আর বৃষ্টি দিন


১৬ জুলাই ২০১৯ ১০:০৮

বৃষ্টি দিয়ে দিনের শুরু হলে বাড়ি থেকে বের হওয়ার কষ্টটা বেড়ে যায়। তবে তারচেয়েও বেশি কষ্ট দেয় বৃষ্টির সকালে বিছানা ছেড়ে ওঠার কাজটা। তবে বৃষ্টি বিলাসের জন্য যেহেতু অফিস আদালত ছুটি দেয় না সেহেতু বিছানাও ছাড়তে হয়, জীবনযুদ্ধে পথেও নামতে হয়। তাই বৃষ্টি নিয়ে কান্নাকাটি না করাই ভালো।

মূল কথায় আসি। মঙ্গলবার দিন শুরু হয়েছে বৃষ্টি মাথায় নিয়ে। আবহাওয়ার পূর্বাভাস বলছে গোটা দিনই এমন যাবে। তবে রাজধানীর তাপমাত্রা আজ গত কয়েকদিনের তুলনায় বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

অ্যাকুওয়েদারের হিসাব অনুযায়ী সারাদিন আকাশে মেঘ থাকবে কিন্তু সেইসঙ্গে থাকবে বেশ গরম। দুপুরের দিকে কিছুটা বজ্রপাতও হতে পারে। বিকেলের পরে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো, চট্টগ্রামবাসীকে আরও বেশি সময় পানিতে নিমজ্জিত শহর দেখার প্রস্তুতি নিতে হবে। কেননা গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই ডুবে আছে চট্টগ্রামের পথ ঘাট। নতুন করে বৃষ্টি হলে ভোগান্তিই শুধু বাড়বে।

এছাড়া দেশের বহু স্থানে বৃষ্টির কারণে নদ নদীর পানি বেড়ে বন্যা হচ্ছে। পাহাড়ি এলাকায় নামছে ঢলের পানি। এই পানিতে বন্দি হয়ে আছেন বহু মানুষ। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।

এমন পরিস্থিতিতে সবাইকে সাবধানে থাকতে বলা ছাড়া আমার আর কী-ই বা করার আছে?

সারাবাংলা/এসএমএন

মেঘ বৃষ্টি