Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় পড়ে আছে লাখ লাখ ডলার! (ভিডিও)


১১ জুলাই ২০১৯ ১৯:০৭

এক অদ্ভূত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। লাখ লাখ ডলার রাস্তায় পড়ে আছে, বাতাসে উড়ছে। অনেকেই আবার সেই টাকা পকেটে গুজে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের আটলান্টার এক মহাসড়কের ঘটনা এটি।

বৃহস্পতিবার (১১ জুলাই) এনডিটিভির খবরে বলা হয়, গার্ডা ওয়ার্ল্ড কোম্পানির মালিকানাধীন ট্রাকের পেছনের দরজা অসাবধানতার কারণে খুলে যায়। গাড়িতে থাকা আনুমানিক ১ লাখ ৭৫ হাজার ডলার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তায়। অনেক পথচারী সেই অর্থ পকেটে পুরে নেন। অনেকে গাড়ি থেকে নেমেও ডলার কুড়ান রাস্তা থেকে। আবার কেউ কেউ করেছেন পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি।

এদিকে স্থানীয় পুলিশ বিভাগ অনুরোধ করে বলেছে, যারা ডলার হাতিয়েছে তারা যেন তা ফিরিয়ে দেয়। নতুবা ছবি থেকে খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হবে। গার্ডাও জানিয়েছে তারা ডলার ফেরত পেলে মামলা-মোকদ্দমায় যাবে না।

তবে যারা বিনা পরিশ্রমে ডলার কুড়িয়েছেন তারা কি অত সহজে সেসব অর্থ ফেরত দিতে চাইবেন!

সারাবাংলা/ এনএইচ

আটলান্টা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর