বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি : যে ছবি ভাবায়
১৮ জুন ২০১৯ ২২:২৭
গ্রিনল্যান্ডে একদিনেই বরফ গলেছে ২ বিলিয়ন টন!
গ্রিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অগভীর পানিতে গাড়িতে মানুষ টেনে নিচ্ছে কুকুরের পাল। অথচ এ জায়গাটি ছিল এক সময় বরফ আচ্ছাদিত ও জনবিরল। জলবায়ু বিজ্ঞানী স্টিফেন ওলসেন ওই অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গ্রিনল্যান্ডের বরফ গলন পর্যবেক্ষণ করতে গিয়ে গত ১৩ জুন ছবিটি তুলেন। মজার ব্যাপার হলো, কাকতালীয়ভাবে সেদিনই গ্রিনল্যান্ডে ২ বিলিয়ন টনেরও বেশি হিমবাহ গলে যায়। সমগ্র গ্রিনল্যান্ডের ৪০ শতাংশ এলাকা জুড়ে এই বরফ হ্রাসের ঘটনা ঘটে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্রিনল্যান্ডে এভাবে বরফ গলার ঘটনা যদি নিয়মিত ঘটে তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্রুতই বাড়বে, যা হবে হুমকির। ২০০৩ সাল থেকে বর্তমান সময়ে পূর্বের ধারণার চেয়ে চার গুণ হারে বরফ গলছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপটিতে। ৮০ ভাগ বরফের ঢাকা গ্রিনল্যান্ডের সব বরফ গেলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে ৭ মিটার। তলিয়ে যাবে বাংলাদেশসহ বিশ্বের অনেক নিম্নাঞ্চল। বাস্তুহারা হবে লাখ লাখ লোক। তাই এই ছবিটি কি ভাবনার কারণ নয়?
খবর বিবিসির।
সারাবাংলা/ এনএইচ
গ্রিনল্যান্ড জলবায়ু পরিবর্তন টপ নিউজ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি