পেটে ২৪৬ ব্যাগ কোকেন নিয়ে বিমানযাত্রা অতঃপর মৃত্যু
২৮ মে ২০১৯ ১০:১৭ | আপডেট: ২৮ মে ২০১৯ ১০:৪৮
মেক্সিকো সিটি থেকে ২৪৬ ব্যাগ কোকেন পেটে নিয়ে উড়োজাহাজে উঠেছিলেন বিমানযাত্রী উদো নো। তার যাত্রা ছিল জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দের। কিন্তু পথিমধ্যেই ঘটে বিপত্তি, বিমানটি মেক্সিকো পেরুবার আগেই অস্বস্তি অনুভব করেন উদো নো। পেটে থাকা তার কোকেনের থলে ফেটে যায়।
তার কোকেন পাচার পরিকল্পনা সফল তো হয়নি উল্টো তাকে অপারেশন করাতে বিমানটি জরুরি অবতরণ করে মেক্সিকোর সোনোরা রাজ্যে। তবে বাঁচানো সম্ভব হয়নি উদো নো’কে। পেটে অতিরিক্ত মাদকের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
তদন্তকারী কর্মকর্তারা জানান, উদো নো’র পেটে ২.৫ সেন্টিমিটার লম্বা ও ১ সেন্টিমিটার থলে ছিল। যেখানে রাখা হয় ২৪৬ ব্যাগ কোকেইন। সেগুলোর বিষক্রিয়ায় মৃত্যু হয় উদো নো’র।
মেক্সিকো জানিয়েছে তারা এই ঘটনার তদন্ত করবে। বিমানের অন্য ১৯৮ যাত্রীকে অপর একটি ফ্লাইটে স্থানান্তর করা হয়।
সারাবাংলা/ এনএইচ