Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনে ভ্যাপসা গরম, সন্ধ্যায় জুড়াবে শহর


২০ মে ২০১৯ ০৮:৫০

ঢাকা: রাজধানী ও তার আশেপাশের এলাকায় সোমবার (২০ মে) দিনের বেলায় ভ্যাপসা গরম থাকলেও সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ দিনটা কোনোরকমে কাটিয়ে দিলেই হলো। সন্ধ্যা নাগাদ শহরটা শীতল হবে। সেইসঙ্গে প্রাণটাও জুড়াবে।

সোমবার (২০ মে) সকালে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান সারাবাংলাকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘আজকের দিনের তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়তেও পারে। তবে বিকেলের দিকে আকাশে কিছুটা মেঘ আসায় তাপমাত্রা কমতে থাকবে।’

সোমবারও দিনের বেলায় তেমন বাতাস থাকবে না জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, রোববারের মতোই সারাদিন রোদ থাকবে।

তাই, রোজাদাররা যতটুকু সম্ভব রোদ এড়িয়ে চলবেন। নাহলে বিকেল হতে না হতেই ক্লান্ত হয়ে যাবেন।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের ঢাকা, মাদারীপুর, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, ঈশ্বরদী ও খুলনা বিভাগের উপর দিয়ে মাঝারি মানের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/ইউজে/এসএমএন

গরম রোদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর