হাতির ছবি তুলতে প্রাণ গেল!
২৪ নভেম্বর ২০১৭ ০৮:২০ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৪:০০
সারাবাংলা ডেস্ক
কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাদিক রহমান (৪০)। পথে হাতি দেখতে পেয়ে নিজের গতিরোধ করেন। গাড়ি থেকে নেমে হাতির ছবি তুলতে মরিয়া হয়ে ওঠেন। বিপত্তি ঘটে এখানেই। হাতিটি ক্ষিপ্ত হয়ে চড়াও হয় সেই ব্যক্তির উপর। এতে প্রাণ যায় সাদিকের।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল ভারতের কলকাতার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার লতাগুড়ি বন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিক রহমানের উপর হাতিটি ভীষণ ক্ষেপে যায়। এ সময় সাদিক রহমানের করার কিছুই ছিল না। হাতি তাকে পদদলিত করে ১৫ মিনিট পরে বনে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সাদিক রহমানের মৃত্যু হয়।
স্থানীয় বন বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর হাতির আক্রমনে ৮৪ জন মানুষ নিহত হয়।