Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্বক ফর্সাকারী পণ্যের বিজ্ঞাপনকে অভিনেত্রীর না


২৫ এপ্রিল ২০১৯ ১১:৪৫ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১২:৫১

মালয়ালম অভিনেত্রী সাঁই পল্লবী (ছবি: ফেসবুক)

‘প্রত্যেকেরই উচিত নিজস্ব রঙ কিংবা রূপ নিয়েই সন্তুষ্ট থাকা’- বলেছেন মালয়ালম অভিনেত্রী সাঁই পল্লবী। সম্প্রতি ত্বক ফর্সা হওয়া পণ্যের বিজ্ঞাপনের জন্য ২ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এই সিদ্ধান্তের কারণে ব্যাপকভাবে আলোচনায় আসেন পল্লবী।

সাঁই পল্লবী জানান, তিনি নিজের ত্বকের কোন খুঁত লুকাতে চান না। মেকআপ ব্যবহার করেন না বললেই চলে। টিভি পর্দার সামনে যতটুকু মেকআপ না করলেই নয়, ততটুকুই করেন। কারণ ব্যক্তিগতভাবে তিনি সৌন্দর্য বাড়ানোর পণ্য ব্যবহারের পক্ষে না। আর এ কারণেই ত্বক ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপনে মডেল হননি।

বিজ্ঞাপন

২০১৫ সালে ‘প্রেমাম’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন সাঁই পল্লবী। ছবিটি সে সময় ব্লকবাস্টার হিট হয়। এরপর থেকেই মালয়ালাম চলচ্চিত্রে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পল্লবী।

নিজের করা প্রতিটি চলচ্চিত্রেই তিনি থেকেছেন সাদামাটা। এমনকি মুখের ব্রণও মেকআপে ঢেকে দেওয়ার চেষ্টা করেননি কখনো। তার এই সাদামাটা উপস্থিতির কারণেই চলচ্চিত্র প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি।

সারাবাংলা/টিসি/পিএম

সাঁই পল্লবী