Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইলাতুল বরাতে বায়তুল মুকাররমে রাতব্যাপী ইবাদত


২০ এপ্রিল ২০১৯ ১৭:২১

ঢাকা: যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে রোববার (২১ এপ্রিল) দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন রোববার সন্ধ্যা (বাদ মাগরিব) থেকে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে রাতব্যাপী ইবাদাতের আয়োজন করেছে।

ওই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ‘শবে বরাতের ফজিলত’ বিষয়ে ওয়াজ করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম। রাত ৯টা ৫ মিনিটে ‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ বিষয়ে ওয়াজ মাহফিলে বয়ান করবেন তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী। রাত ১১টা ৪০ মিনিটে ‘শবে বরাত ও রমজানের তাৎপর্য’ বিষয়ে ওয়াজ করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী। রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত’ বিষয়ে ওয়াজ করবেন বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞাপন

সব শেষে ফজরের নামাজের পর আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

শনিবার (২০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর