আলতো পায়ে ভেঙে আসো
১৭ এপ্রিল ২০১৯ ০৫:৪১
ঢাকা: যত ব্যস্ততাই থাক, যদি বাইরে কাজ থাকে, একটা প্রশ্ন ঠিক মনে আসবে, আজ এত গরম কেন? আকাশের দিকে তাকালে বিরক্তি আরেক কাঠি বেড়ে যেতে পারে। মেঘ করে আছে, তবু গরম। বৃষ্টি নামছে না।
বুধবারের (১৭ এপ্রিল) দিনটা এমনই কাটবে। আশার কথা হলো, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, এসব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি নামলে হতে পারে বজ্রপাত। বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা বাড়লেও, রাতে খানিকটা স্বস্তি পাওয়া যাবে। রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
সারাবাংলা/এটি