কালবোশেখির সময় শুরু
১ এপ্রিল ২০১৯ ০১:৫০ | আপডেট: ২২ মে ২০১৯ ১৪:৪৭
বাব্বাহ…রাতে যে ঝড়টা হলো! ঝড়ের তাণ্ডবে তো আত্মারাম খাঁজা ছেড়ে উড়ে যাওয়ার দশা হয়েছিল। আর যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে, বেমক্কা ঝড় রাজধানীতে প্রাণ নিয়েছে অন্তত তিন জনের।
কালবৈশাখির সময় শুরু হলো, তাই এমন ঝড়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কেননা ঘরের মধ্যে বন্দি জীবন যেহেতু আমাদের কাটানো সম্ভব না, ফলে যথাসম্ভব সাবধানে থাকতে হবে। যখন ঝড় হবে তখন কোনো গাছের নিচে না দাঁড়ানোই এখন শ্রেয়। আর আশপাশে যদি নির্মাণাধীন ভবন থাকে তবে তা থেকেও সাবধান।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে যে কালবৈশাখিটি আঘাত হেনেছে তা এক মিনিটের বেশি সময় ধরে ছিল। তবে শুধু রাজধানীতে নয়, প্রায় একই সময়ে দেশের বেশিরভাগ অংশে আঘাত হেনেছে সেটি। আর এর কারণ উত্তরাঞ্চল থেকে সৃষ্ট একটি বজ্রমেঘ।
পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসাগ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ঝড়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
রাজধানীতে সোমবার (১ এপ্রিল) সারাদিনই আকাশ মেঘে ঢাকা থাকবে বলে তথ্য পাঠিয়েছে উপগ্রহ। সন্ধ্যায় আবারও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে।
তবে আকাশে মেঘ থাকলেও ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হতে পারে। সেজন্যও প্রস্তুতি থাকা চাই।
সাবধানে থাকুন সবাই।
সারাবাংলা/এসএমএন