গুগল ডুডলে নভেরা আহমেদ স্মরণ
২৯ মার্চ ২০১৯ ০৮:২৭ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৮:৩৫
ভাস্কর নভেরা আহমেদের ৮০তম জন্মবার্ষিকী আজ শুক্রবার (২৯ মার্চ)। এই দিনটিতে বিশেষ ডুডলে তাকে স্মরণ করছে গুগল।
নভেরা আহমেদ বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর । ১৯৩৯ সালের ২৯ মার্চ সুন্দরবনে জন্মগ্রহণ করেন তিনি। তাকে বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম অগ্রদূতও বলা হয়।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। ওই ডুডলে ক্লিক করলে নভেরা আহমেদকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফলাফল দেখাচ্ছে।
ভাস্কর নভেরার শৈশব কেটেছে কলকাতা শহরে। ভারত ভাগের পর পরিবারের সঙ্গে তিনি বাংলাদেশে চলে আসেন। শৈশব থেকেই নভেরার ইচ্ছা ছিল ভাস্কর্য করার। তার কাজের প্রধান বিষয়বস্তু ছিল নারী প্রতিমূর্তি। তবে নারী প্রতিমূর্তি নির্মাণে তিনি বিমূর্ততার দিকে ঝুঁকেছেন। কাজেরে স্টাইলের দিক থেকে তিনি ব্রিটিশ ভাস্কর হেনরি মূর ও জুলিয়া কেইক দ্বারা প্রভাবান্বিত হয়েছেন।
নভেরার ভাস্কর্যের মধ্যে কয়েকটি হচ্ছে ‘চাইল্ড ফিলোসফার’, ‘মা ও শিশু’, ‘এক্সটার্মিনেটিং অ্যাঞ্জেল’, ‘পরিবার’ (১৯৫৮), ‘যুগল’ (১৯৬৯), ‘ইকারুস’ (১৯৬৯), ‘জেব্রা ক্রসিং’ (১৯৬৮) ইত্যাদি। ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত করা হয় নভেরাকে। ২০১৫ সালের ৬ মে প্যারিসে মারা যান তিনি।
সারাবাংলা/কেকে/টিআর