Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীন সূর্যের আলোয় আলোকিত দিন


২৬ মার্চ ২০১৯ ০১:০৮

মুক্তির মন্দির সোপানতলে যারা প্রাণ দিয়েছিলেন, যাদের নাম লেখা আছে অশ্রুজলে, সেই শহীদদের স্মরণ করছি।

দিনটি বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির। মঙ্গলবার (২৬ মার্চ) যেহেতু ছুটির দিন তাই অনেকেই হয়ত আলসেমি করে দেরিতে বিছানা ছাড়বেন। তারা আরামেই থাকবেন। তবে যারা স্মৃতিসৌধে ফুল দিতে যাবেন বা যাদের সন্তানরা যোগ দিতে যাবে স্কুল কলেজের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাদের বলছি, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন। কাল কিন্তু বেশ গরম পড়বে, রোদের তেজ থাকবে কড়া, তাই তেষ্টাও পাবে বেশি।

বিজ্ঞাপন

বিশেষ করে যে বাচ্চাদের র‌্যালি বা ডিসপ্লের মতো কার্যক্রমে অংশ নিতে হবে তারা যেন অবশ্যই পানির বোতল সঙ্গে রাখে। কারণ মঙ্গলবার সকালটাই ঢাকায় শুরু হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস দিয়ে। দিনের মধ্যভাগে তা আরও বাড়বে। অবশ্য রাত হতে হতে অনেকটাই শীতল হবে এই যাদুর শহর।

সোমবার (২৫ মার্চ) দিনটাও ছিল বেশ গরমের। সঙ্গে ছিল কড়া রোদ। একেবারে ঝলসে দিয়ে গেছে সবাইকে।

মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। শরীরে সেটা অনুভূত হবে ৩৯ ডিগ্রির মতো। তাই সাবধানে তো থাকতেই হবে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরেই আছে। দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে মাঝে মাঝে আকাশে মেঘেরও যে দেখা পাওয়া যাবে না, তা কিন্তু নয়। কেবল রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

স্বাধীনতার আনন্দের সঙ্গে সঙ্গে বীর শহীদদের স্মরণেও কাটুক দিনটি।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর