Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় পেলেই রসুই ঘরে প্রধানমন্ত্রী


২১ জানুয়ারি ২০১৮ ২০:৩১ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২২:২৩

স্পেশাল করেসপন্ডেন্ট

সরকার প্রধান এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠনের প্রধান তিনি। সে হিসেবে তার দম ফেলবার ফুরসতও পাওয়ার কথা না। কিন্তু তাতে কী? সময় পেলেই মানুষটি পরিবারের সঙ্গে সময় কাটান, ছেলের জন্মদিনে নিজ হাতে রান্না করে খাওয়ান কিংবা শীতের বিকেলে ব্যাডমিন্টন খেলায় মেতে ওঠেন। একইভাবে গতকাল ২০ জানুয়ারি রান্নাঘরে ঢুকে পড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক ওয়ালে দু’টি ছবি পোস্ট করে লেখেন, ‘সাধারণে অসাধরণ আমাদের ঠিকানা’।

সেখানে দেখা যায়, শাড়ির ওপর অ্যাপ্রোন চড়িয়ে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রান্না করছেন। খুব দ্রুত এ ছবি দু’টি ভাইরাল হয়। পোস্টে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা, মমতাময়ী আপা, অসাধারণ দৃশ্য, মমতাময়ী নেত্রী, মমতাময়ী জননী, বাংলা মায়ের প্রতিচ্ছবি- এমন মন্তব্য করেন।

একটি ছবিতে দেখা যায়, হাতে খুন্তি নিয়ে কিছুটা তৃপ্তির হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী। আরেকটি ছবিতে একেবারেই মনোযোগ দিয়েছেন রান্নায়।

এর আগেও প্রধানমন্ত্রীর এমন ঘরোয়া ছবি ফেসবুকে ভাইরাল হয়।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর