আকাশটা মেঘলা কিন্তু ভোগাবে গরম… খাপ খাইয়ে নিন
১৪ মার্চ ২০১৯ ০০:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১১:১০
।। নাদিম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট ।।
দেখুন না, এইতো কদিন হলো শীত গেল। আর এখন ফাল্গুনেরও শেষ সময়! চৈত্রের খরতাপ শুরু হয়েছে বলেই আকাশ কেমন যেন তাঁতিয়ে আছে। অস্বস্তিকর ভ্যাপসা একটা ভাপ গায়ে লাগছে। গরমকাল যাদের অপছন্দ তাদের জন্য মুশকিলের সময় সবেমাত্র শুরু। বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও জানিয়েছে, আগামী ১৯ মার্চ পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাই খাপ খাইয়ে নিতে হবে।
পাঠক, আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকায় বেশ গরম পড়বে। একুওয়েদার জানাচ্ছে ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, তবে সূর্য মধ্যগগনে থাকলে তা অনুভূত হবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া, থাকছে অতি বেগুনি রশ্মির ঝুঁকি। ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে বইবে বাতাস। রাতে তাপমাত্রা নেমে যাবে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
এদিন ঢাকায় সূর্যোদয় হবে ৬টা বেজে ৯ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৭মিনিটে।
গরমের এই শুরুতে অসুস্থতা থেকে বাঁচতে নিতে হবে নিজের প্রতি বাড়তি যত্ন। বাইরে বেরুবার আগে সুতির হাল্কা জামা কাপড় পরুন, ব্যাগে পানির বোতল রাখুন। সঙ্গে আরও রাখতে পারেন ছাতা ও রোদ চশমা।
সারাবাংলা/এনএইচ