বৃষ্টি হোক…
১০ মার্চ ২০১৯ ০৪:৫৩
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: ‘ফাগুনের আগুন-টাগুন ক্লিশে খুব, ক্লিশেতস্য; ঘুণ-কাটা মরা গুনগুন আমারই স্নায়ুভস্ম’- কবির কলম যদি আপনার না বলা কথা বলে থাকে, তবে আপনার জন্য কবির লেখা আরও ক’টি লাইন-
‘সারাদিন বৃষ্টি হোক। সারারাত্রিদিন। কে চায় সূর্যের মুখ- বেহায়া বেদীন? আলোলিপ্সু উন্মাদ পাখিরা, রৌদ্রের চাকুরে, ওরা কারা? সারারাত্রি বৃষ্টি হোক। সারারাত্রিদিন।’
আজ অলস দিনের বার্তা নিয়ে এসেছে দূর-বহুদূর থেকে ভেসে আসা লাজুক বাতাস। আবহাওয়াবিদরা একে বলছেন, ‘লঘুচাপ’। পশ্চিমা এই লঘুচাপ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
যার প্রভাবে রোববার (১০ মার্চ) অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি নামবে কি না? আবহাওয়া শুষ্ক থাকলেও কুমিল্লা, নোয়াখালী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি নামতে পারে। কেবল বৃষ্টি নয়, হতে পারে বজ্রসহ বৃষ্টি।
জেনে নেওয়া যাক আরও কিছু তথ্য, দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায়, ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/এটি