এই দিন এই মেঘ আর এই রোদ্দুরের
৬ মার্চ ২০১৯ ০১:৩৩ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ০৯:৪৩
।। সিরাজুম মুনিরা, সিনিয়র নিউজরুম এডিটর ।।
আবহাওয়া অধিদফতর তো আগেই বলেছিল, ৬ মার্চ পর্যন্ত বজ্র-বৃষ্টি-ঝড় সবই বহাল তবিয়তে বাংলাদেশে বিরাজ করবে। সেই কথার বরখেলাপ হবে না। মঙ্গলবার (৫ মার্চ) সকালটা যেমন ঝরো ঝরো মুখর বষ্টির মধ্যে কেটেছে, আজ বুধবারও (৬ মার্চ) তেমনেই থাকবে দেশের অনেক জায়গার আবহাওয়া।
এর সঙ্গে যোগ হয়েছে সমুদ্রে সতর্কবার্তা। যেহেতু বজ্রমেঘের ঘণঘটা থাকবে তাই উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূল ও সমুদ্র এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। তাই কক্সবাজার এবং দেশের তিন সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেসব মাছ ধরার নৌকা এরইমধ্যে সাগরে নেমেছে তাদেরও সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার এই বৈরি কারণ জানালো আবহাওয়া অধিদফতর। এক পূর্বাভাসে তারা বলছে, পশ্চিমা লঘুচাপের যে বাড়ন্ত অংশটি ছিল সেটি এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং এর আশপাশের এলাকায় রয়েছে। এখন এর একটি অংশ আবার বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগরেও।
এছাড়া এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ তো রয়েছেই দক্ষিণ বঙ্গোপসাগরে। সব মিলিয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায়, ঢাকা আর সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহের কিছু কিছু স্থানে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে, বজ্রসহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রংপুর বিভাগের আবহাওয়া শুষ্ক থাকার কথা রয়েছে।
ঢাকাবাসির সকালটা হবে বেশ ঠাণ্ডার। একটু শীত শীতও করবে। আকাশে মেঘও থাকবে দিনের শুরুতে। দুপুর হতে হতে আকাশ পরিস্কার হয়ে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রিতে পৌঁছবে। তবে রাতে ১৯ ডিগ্রিতে নামবে তাপমাত্রা। তাই দিনে গরম কাপড়ের তেমন প্রয়োজন না হলেও রাতে পাতলা একটা কাঁথা আপনার সঙ্গী হতেই পারে।
আবহাওয়ার বার্তা বলছে বুধবার ঢাকার আকাশে মেঘ থাকবে, রোদও থাকবে।
বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা জেনে রাখুন, কাল সকালটা আপনাদের বৃষ্টি দিয়েই শুরু হতে পারে, এমন কথা মাথায় রাখুন। সারাদিনই মন খারাপের মেঘেই ঢেকে থাকবে চট্টগ্রাম। দুপুরের পর আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের আকাশের তারাও থাকবে মেঘে ঢাকা।
সারাবাংলা/এসএমএন/এমও