Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া পার্কিংয়ের দায়ে আটক করতে গিয়ে অবাক পুলিশ 


১৯ জানুয়ারি ২০১৮ ১৯:০১

আন্তর্জাতিক ডেস্ক

ভুয়া পার্কিং টিকেট নিয়ে পার্কিংয়ের অভিযোগে গ্রেফতার করতে এসে বোকা বনে গেলেন পুলিশ অফিসার। পরে অবশ্য বিস্তারিত জেনে খুব করে হেসেছেন পুলিশ ও গাড়ির মালিক।

ঘটনাটি ঘটেছে কানাডার মন্ট্রিলে। এক ব্যক্তি গাড়ি পার্কিংয়ের স্থানে তুষারের তৈরি প্রমাণ সাইজের একটি গাড়ি তৈরি করে রাখে। বাইরে থেকে দেখলে যেন মনে হয় তুষারে ঢাকা পড়েছে গাড়িটি।

‘ব্যাক টু দ্য ফিউচার’ সিনেমার গাড়িটির আদলে তৈরি তুষারের গাড়িটি পার্ক করে রাখালে একজন পুলিশ অফিসার সেটা দেখে অপর একটি পুলিশ পেট্রোল টিমের খবর গাড়িটির ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নিতে।

পরে পুলিশ সদস্যরা এসে দেখতে পায় পুরো গাড়িটাই একটা তুষারের স্তুপ। বিষয়টি বুঝতে পেরে তারাও অবশ্য খুব করে হেসেছে।

মূলত পুলিশের সঙ্গে মজা করার উদ্দেশ্যে গাড়িটি বানানো হয়। পরদিন সকালেই শহরের পরিচ্ছন্ন কর্মীরা অবশ্য সেটা পরিষ্কার করে ফেলে।

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর