গাছের মগডালে সিংহ, উদ্ধার করল ফায়ার সার্ভিস
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩২ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪
।। বিচিত্রা ডেস্ক ।।
বিরাট গাছের মগডালে উঠে বসে আছে সিংহটি। এটি ছিল একটি মাউন্টেন লায়ন। এই প্রজাতির সিংহের জন্য ঘটনাটি মোটেই অস্বাভাবিক কিছু নয়। তবে ক্যালিফোর্নিয়ার সার্ন বার্নান্দিনোর স্থানীয় বাসিন্দারা কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন। চটজলদি তারা ফোন করেন ফায়ার সার্ভিসে সাহায্যের জন্য।
ফায়ার সার্ভিস কর্মীরা এসে দেখলেন, ৫০ ফুট উঁচুতে গাছের ডালে বসে আছে সেই সিংহ। তাই আশেপাশের সবাইকে সরিয়ে দিয়ে প্রথম এলাকাটি নিরাপদ করে নেওয়া হয়। নিস্তেজ করে নামিয়ে আনা হয় সিংহটিকে। এরপর প্রাণিবিদদের পরামর্শ নিয়ে বনের রাজাকে ছেড়ে দেওয়া হয় গভীর জঙ্গলে।
ক্যালিফোর্নিয়ার মৎস্য ও বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা কেভিন বার্নমেন বলেন, মাউন্টেন লায়নদের জন্য নিজের অঞ্চল ছেড়ে আশেপাশে ঘুরে বেড়ান খুবই সহজাত। তারা তাদের বিচরণ ক্ষেত্র বড় করার চেষ্টা করে। এই সিংহটিকে উদ্ধার করা না হলে কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো না।
মাউন্টেন লায়নরা সচরাচর মানুষকে আক্রমণ করে না। তবে তারা ছোট ছোট গৃহপালিত প্রাণীদের শিকার করার অপেক্ষায় থাকে।
সারাবাংলা/এনএইচ