Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয় শীতে


৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:১০

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

থাকবো না থাকবো না করেও মাঘের আজ ২৪ তারিখ, আর কী আশ্চর্য শীত এখনও আছে! উত্তরে জেলাগুলতে তো তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আর একটু কমলেই শৈত্যপ্রবাহের স্ট্যাটাস মৃদু থেকে মাঝারিতে নেমে আসবে! অথচ কথা কিন্তু ছিল শীত কমের দিকে যাবার… হুম, বোঝা যাচ্ছে এখানে গল্প কিছুটা আদাই আর সেখানে কিছু থ্রিলও আছে!

ঘটনা হচ্ছে, শীত কমার আগে আকাশ মেঘলা হবার একটা সম্ভাবনার কথাও বলা হয়েছিল। দক্ষিণ বঙ্গোপসাগরে একটা মৌসুমী লঘুচাপ আছে যে! তো সে খুব হুজ্জতি করছে। আকাশে মেঘ, গুড়গুড় ডাক তুলে বৃষ্টিও হয়ে যেতে পারে এমন সম্ভাবনার কথাই বলছে আবহাওয়ার পূর্বাভাস। তবে এই বৃষ্টি বসন্তের বৃষ্টি হবে নাকি শীতের এটাই এখন ভাবনার বিষয়!

এই মেঘ সূর্যকে একটু আড়ালে ফেলে দিচ্ছে। সেই সুযোগে শীতও শেষ কামড় দিয়েই নিচ্ছে। যাক যাওয়ার আগে শীতের স্মৃতি তো থাকছে, নাহলে গরম পড়লে বেমালুম ঠোঁট উল্টে বলে ফেলবেন, শীত আর এই বছর কই পড়ল? এরপর গরম যাবে, বর্ষা যাবে কিন্তু এক ফোটা নতুন অক্সিজেন যোগ করবেন না। শুধু অভিযোগ করবেন শীত নেই। শীত তো আসলে এসেছিল, আমরাই না তাকে বসার জায়গা দেই নাই। বেঁচে থাকার সহায় দেইনি, এখন তো শীত চলে যাবেই!

যাক অভিযোগ করে আর কী হবে। এমনিই দিনটা শুষ্ক তার উপর মেঘের গুমটে একটু কষ্ট হতে পারে। এই কষ্টগুলো সাময়িক কিন্তু এই যে ধীরে ধীরে শীত কমে যাচ্ছে এই কষ্টগুলো দীর্ঘ প্রসারী। এগুলো যেমন একদিনে আসেনি। একদিনে যাবেও না। ঠিক আমাদের জীবনে এগিয়ে নেয়ার মতো প্রতিদিন একটু একটু একটু করে চেষ্টা করতে হবে উন্নতির।

তবে আজকের দিনটিই কেন বাদ যাবে চেষ্টা থেকে?

বিজ্ঞাপন

একটা সফল পরিবর্তনের চেষ্টায় এগিয়ে যাক আরও একটি দিন।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর