Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত, শীতল, শৈত্য


৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:২৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:০৫

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

উত্তরবঙ্গ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের প্রায় সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ বা ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করছে। হিসেবে শীতটা খুব অসহ্য পর্যায়ে নয় তবে মাঘের মান বাঁচিয়ে শীতটা বেশ সবল।

মাঘের ২৩ তারিখ আজ। সকালে যদি কেউ ঘুম থেকে উঠতে পারেন তবে দেখবেন কেমন সোনা মাখা একটা সকাল শুরু হয় আবছা কুয়াশা ভেদ করে। নরম কুয়াশার মধ্যে এই আলো আরও উজ্জ্বল দেখায়। যেন সত্যিই জীবনের সকল সম্ভাবনা নিয়ে উদ্ভাসিত হয়ে উঠেছে একটা নবজাতক দিন!

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে এই সপ্তাহ শেষ হতে হতে আগামী সপ্তাহের মাঝামাঝির মধ্যে রাতের তাপমাত্রাটা একটু বেড়ে যাবে। তখন উত্তর- উত্তরপশ্চিম দিকে বৃষ্টি হতে পারে। তাই যদি হয়ে যায় তবে বুঝতে হবে শীতের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাকে এখন ঘর গুছিয়ে বাড়ি ফিরতে হবে। আমাদের ভূখণ্ডের গরম ফিরে আসবে তখন বিপুল বিক্রমে।

তো আমরা শীতের একদম শেষে দিনগুলোতে আছি। যার শীত নিয়ে যা যা পরিকল্পনা আছে সব পূরণ করে ফেলি। এইবার শীত গেলে আবার বছরের শেষে আসবে ততদিন কি আর তর সইবে? তারচেয়ে আজকেই হোক শীত উদযাপন!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর