Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্য তারানা হালিম! পূর্ণিমাকেও অভিবাদন!


১৭ জানুয়ারি ২০১৮ ১৫:৫৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:১০

নিউজ ডেস্ক

ঢাকা: পূর্ণিমা শীল নামে এক নারীকে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আর এর মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন দারুণ মহানুভবতা। মানবতার প্রতি তার অঙ্গীকারের প্রকাশ যেমন পেয়েছে তেমনি ফুটে উঠেছে সাহসিকতা ও উদারতার পরিচয়ও।

তবে মূল সাহসিকা পূর্ণিমা নিজে।

তা প্রকাশ পেয়েছে তারানা হালিম এ বিষয়ে যে ফেসবুক পোস্টটি দিয়েছেন তাতে।

তারানা লিখেছেন, মনে পড়ে সেই পূর্ণিমাকে? ২০০১ এর ১ অক্টোবর নির্বাচন-পরবর্তী বিএনপি-জামাতের পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছিল ১৪ বছরের মেয়েটি। হ্যা, আমি সিরাজগঞ্জের সেই পূর্ণিমা শীলের কথা বলছি। আজ আমি গর্বিত আমি পূর্ণিমাকে আমার “পার্সোনাল অফিসার” হিসাবে নিয়োগ দিলাম। পূর্ণিমা, তোমাকে আমরা ভুলে যাইনি। জীবনের অন্ধকার রূপ তুমি দেখেছো, আলোর জগতে তোমায় স্বাগতম… শুরু হোক নতুন পথচলা। তোমাকে অভিবাদন প্রিয় পূর্ণিমা।

প্রিয় পূর্ণিমাকে জড়িয়ে ধরে বেশ কয়েকটি ছবি তুলে তাও পোস্ট দিয়েছেন তারানা হালিম।

জীবনের সত্যিই অন্ধকার রূপ দেখেছেন পূর্ণিমা। কিন্ত তিনি হেরে যাননি। জীবনের চলার পথকে চিনে নিয়ে এগিয়েছেন ক্রমাগত।

এবার পেলেন সবকিছু উপেক্ষা করে আরও এগিয়ে চলার সিঁড়ি। আর হয়তো পিছনে ফিরে তাকাতে হবে না তাকে।

পূর্ণিমাকে অভিবাদন।

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ LIVE দেখুন এখানে

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর