পূর্ণ চন্দ্রগ্রহণ সোমবার
১৯ জানুয়ারি ২০১৯ ১৯:১২ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০১:৩৪
।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: আগামী ২১ জানুয়ারি (সোমবার) পূর্ণ চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে পুরোপুরি এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু জায়গা থেকে গ্রহণটি আংশিক দেখা যাবে।
শনিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিএসটি ১০টা ৪১ মিনিট ১৭ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। এর আগে ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে উপচ্ছায়ায় এবং ৯টা ৩৩ মিনিট ৫৪ সেকেন্ডে প্রচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে। দুপুর ১টা ৪৮ মিনিটে চাঁদের গ্রহণ শেষ হবে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। এর সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।
সারাবাংলা/এটি