Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত যখন তুঙ্গে


১৭ জানুয়ারি ২০১৯ ১১:৩০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৪:০১

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

কদিন ধরে গায়ে একটু শীত বেশি লাগছে তাই না? দুপুর না গড়াতেই শীত একদম কনকনিয়ে বাড়ে। বাড়তি শীতে প্রায় সবারই চোখের পানি নাকের পানি গড়িয়ে একদম কাহিল অবস্থা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যেসব জেলায় শৈত্যপ্রবাহ চলছিল সে সব জায়গায় শৈত্যপ্রবাহর অবস্থা বেশ আগের মতোই আছে। সমস্যা হচ্ছে এর সঙ্গে কনকনে হাওয়া বেড়ে গেছে। ফলে শীত অনূভূত বেশি হচ্ছে। এমনিতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াস। একদম তীব্র শৈত্য প্রবাহের প্রান্তে দাঁড়িয়ে আর কি। ঢাকায় অবশ্য সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাতেই তাপদ্বীপ ঢাকার বাসিন্দাদের কাঁপাকাপি অবস্থা।

ওদিকে আকাশে কিন্তু মেঘও নেই। নেই কুয়াশার টহল। সব মিলিয়ে পুরো মাঠ সূর্যের। শুধু বেচারা সূর্য সুবিধাজনক অবস্থায় নেই বলে শীত আমাদের এমন কাবু করে রেখেছে।

এখন বিষয় হচ্ছে, এই কাঁপুনে শীত আর থাকবে কতদিন? হুম ভাবনার বিষয় বটে। এই শীতের পূর্বাভাসে বলা হয়েছে মাঘের মাঝামাঝি পর্যন্ত তার ভাবগতিক এমনই থাকবে। হয়তো একটু কমবে বা একটু বাড়বে। তবে গড়ে এমনি থাকছে। ধরুন কালই একদম কমে বসে থাকবে না তবে আগামী পাঁচদিনের মধ্যে তাপমাত্রা আর একটু কমতে পারে।

তবে আমি বলি কি, শীত নিয়ে অভিযোগ করা ঠিক না, এমনি নাকি এ বছর এল নিনো আসবে। তাই এই শীতের পরে আবার কবে এমন শীত আসবে তা বোঝা যাচ্ছে না।

তো, বৃহস্পতিবারটা কোনোক্রমে কেটে গেলেই শুক্র-শনি দারুণ উপভোগ করা যাবে শীত। অফিস থেকে বাড়ি ফেরার পথে জম্পেস বাজার করতে ভুলবেন না যেন।

দারুণ কাটুক দিনটা।

সারাবাংলা/এমএ/এসএমএন

কনকনে শীত শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর