শীত লাগে জব্বর
১৫ জানুয়ারি ২০১৮ ০৯:১৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১০:৪০
মাকসুদা আজীজ, এসিস্ট্যান্ট এডিটর
আজ জানুয়ারির ১৫ তারিখ, সোমবার। তবে ইংরেজি মাসের খবর জেনে কি-ই বা হবে, যেটা জানলে আজ আমাদের জান বাঁচবে তা হচ্ছে, মাঘ মাসের আজ দুই তারিখ। আজকের সর্বোনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
গতবছর এ দিনে যখন শীত একদম মাঘ মাসের মুখে চুনকালি মাখিয়ে রীতিমতো গরম ছিল তখনও ঢাকার সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সেই শীতকে তো আমরা পাত্তাই দেইনি। এবার অবশ্য ঘটনা ভিন্ন। শীত ঢাল তরোয়াল নিয়ে নেমেছে। আকাশে মেঘ, শৈত্যপ্রবাহ, কনকনে বাতাস, সব মিলে শীত এবার খুব হিট!
আবহাওয়ার পূর্বাভাষে বলা হচ্ছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয় আর মৌসুমি স্বাভাবিক লঘুচাপের বঙ্গোপসাগরে উপস্থিতি ইত্যাদি কী কী সব কারণে যে শৈত্যপ্রবাহ ছিল তার ভাই আরেক শৈত্য প্রবাহ এসে বসবে। কম্বলের নিচে বসে যারা আমার কথা বিশ্বাস করছেন না তাদের আমার কিছু বলার নেই, কম্বল থেকে বের হলে নিজেই টের পাবেন!
আজ আকাশে মেঘের পুরো জমিদার অবস্থা। তবে ঐ যে বলে না জমিদারি দুইদিনের, মেঘেরও আজ সেই দশা। সকাল সকাল আকাশে মেঘ ৮৮ শতাংশ বিকাল নাগাত কমতে কমতে হবে ৬১ শতাংশ হয়ে যাবে। মেঘের সই যেহেতু আর্দ্রতা তাই সেও সকালে পেল্লাই হাঁক ডাক দিয়ে বিকাল নাগাত মিয়াও মিয়াও করবে। সকালে তাই সাহস করে ময়েশচারাইজার ছাড়া বের হয়ে গেলেও, বিকালে এই ভুল করবেন না। ত্বক কেটে ফেটে একদম কেলেঙ্কারি হয়ে যাবে!
দিনের শুরুতে যেহেতু আকাশে মেঘ আছে, অতিবেগুনী রশ্মি আজ থোরাই কোনো সুবিধে করতে পারবে! তবে অতিবেগুনী রশ্মি ব্যাটা ত্যাঁদড় আছে, এক ফাঁকেও যদি মেঘ গলে সূর্য উঁকি মারে ওমনি আক্রমণ করে বসবে! তাই সুবোধ বালকের মতো সানস্ক্রিন মেখে ফেলুন অথবা ঘরেই বসে থাকুন।
এত কিছুর পরেও যদি কোনোভাবে জান বেঁচে যায় উত্তুরে বাতাস আজ ঘণ্টায় ৭ থেকে ৯ কিলোমিটার বেগে আমাদের জীবন উড়িয়ে দিতে পারে। তাই যারা বাইক সিএনজি ইত্যাদি বাহনে চড়বেন, কান মুখের সাথে চোখও ঢেকে নিয়েন। নাহয় ঠাণ্ডা একবার বুকে বসলে, অনায়াসেই মানুষ থেকে হাঁস হয়ে যাবেন!
আজকে সূর্য উঠেছে সকাল ৬টা ৪৩ মিনিটে। শীতের আরামে সে ডুবে যাবে ঠিক বিকাল ৫টা ৩৩ মিনিটে। তবে এ কথায়ও কান দেওয়ার কিছু নেই, কুয়াশা আর মেঘের যে দশা সারাদিনই যদি সূর্য গায়েব হয়ে থাকে, অবাক হবেন না যেন!
ঘর থেকে বের হুয়ার সময় গরম কাপড় সঙ্গে রাখুন। আর সারাদিন খুব করে ভিটামিন সি খান!
নিরাপদে কাটুক আপনার শীতের দিন।
শুভ সকাল।
সারাবাংলা/এমএ