Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পাবুক লঘুচাপ


৮ জানুয়ারি ২০১৯ ১০:৪৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

সেই যে ঘূর্ণিঝড়টা ছিল পাবুক সে গভীর নিম্নচাপ থেকে এখন লঘুচাপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে, সে আরও দুর্বল হবে তবে আজ কক্সবাজারে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

এর বাইরে সারাদেশে যে শৈত্যপ্রবাহ চলছিল তা এখনো অব্যাহত আছে। দিনাজপুর, তেতুঁলিয়া, ডিমলা, রাজারহাট, রাজশাহী, পাবনা, বাদলগাছি, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, শ্রীমঙ্গল, সীতাকুন্ডু, গোপালগঞ্জ, মমিনসিং ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিষয়টা একদিক দিয়ে অবশ্য ভালো কারণ, শৈত্যপ্রবাহের আকার মৃদু থেকে মাঝারি। ফলে শীতকালে শীতও অনুভূত হচ্ছে আবার সেভাবে শীতের ভোগান্তিও হচ্ছে না।

এই সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপ যাইহোক, এগুলোর জন্য বাতাসের আর্দ্রতা শীতকালের তুলনায় একটু বেশি আছে। তাই কুয়াশা আর এ বছর শীতে একটুও জায়গা পেল না। কুয়াশা তো আর শুধু আমাদের শীতের অনুষঙ্গ নয়, একটা আবেগের জায়গা ও বটে। আর কিছু না হোক সামান্য নস্টালজিয়া করতেও তো একটু কুয়াশা লাগে তাইনা?

যারা শীত নেই শীত নেই শীত চলে গেল নিয়ে আহাজারি করছিলেন তাদের জন্য সুখবর এই যে শীত আরেকটু ফিরবে। মাঘ মাস টা তো এখনো এলই না বলুন? তাই মাঘের সম্মান অটুট রাখতে আজ ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতের দিকে কমে যেতে পারে।

তোর সকালের দিকে একটা হালকা সোয়েটার পড়ে যদি বেরিয়ে পড়ে নিজেকে খুব পালোয়ান ভাবেন, তবে রাতে দয়া করে এই পালোয়ানগিরি আর করেন না, যে শীত লাগবে তাতে বসন্তেরও বারোটা বেজে যাবে।

বিজ্ঞাপন

সপ্তাহের একদম মাঝামাঝি একটি দিন আজকে। শুভ যাক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর