Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে বিশ্বজুড়ে ক্রিসমাস উদযাপন


২৫ ডিসেম্বর ২০১৮ ১৫:০৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পুরো বিশ্বজুড়েই উযদাপিত হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন বা ক্রিসমাস। দিনটি  খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বাংলায় বড়দিন নামে পরিচিত দিনটি।  প্রতিবছর ২৫ ডিসেম্বর রোমান ক্যাথলিক ও প্রটেস্টান্ট চার্চের অনুসারীরা যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ উৎসব পালন করে। খ্রিস্টিয় ২০০ সাল থেকে এ উৎসব পালন শুরু হয়।

নিচে বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে ক্রিসমাস উদযাপিত হচ্ছে তা তুলে ধরে হল।

ক্রিসমাস, বড়দিন, ইতালি

ইতালি- আতসবাজির আলো জ্বালিয়ে বিশ্বকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে ইতালিতে নৌকায় চড়ে হাজির হয়েছেন সান্তা ক্লস। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, বেলারুশ

বেলারুশ- বেলারুশে ক্রিসমাস উদযাপন করতে প্রচলিত কুচকাওয়াজে পুরুষরা সেজেছেন ডেড মরোজ ( গ্র্যান্ডফাদার ফ্রস্ট) ও নারীরা সেজেছেন স্নেগুরোচকা ( স্নো মেইডেন)। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, চীন

চীন- চীনে ক্রিসমাস ইভে যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করতে হাজির হয় হাজার হাজার মানুষ। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, জার্মানি

জার্মানি- জার্মানিতে মোটরবাইকে চড়ে ফ্রেইবার্গ শহর ঘুরছে সান্তারা। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, ইস্তাম্বুল

তুরস্ক- তুরস্কে ইস্তাম্বুলের সেইন্ট আন্তুয়ান গির্জায় বেশ গুরুগম্ভীর উপায়ে উদযাপিত হচ্ছে ক্রিসমাস। আলোকসজ্জা আর মোমবাতি দিয়ে প্রার্থনায় নত হয়েছেন অনেকে। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, ভারত

ভারত – ক্রিসমাসের বেশ জাঁকজমকপূর্ণ উদযাপনে মেতেছে ভারতীয়রা। এমন এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল তরুণ ক্যান্সার রোগীদের নিয়ে। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, জর্জিয়া

জর্জিয়া- জর্জিয়ার টিবিলিসি শহরে ক্রিসমাসের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জমকালো আলোকসজ্জা। ছবি: এএপি

বিজ্ঞাপন

ক্রিসমাস, বড়দিন, গাজা

গাজা- ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্রিসমাস উদযাপিত হয়েছে ইসরাইলী ও ফিলিস্তিনি উভয় পক্ষের অংশগ্রহণে। গির্জা সাজানো হয়েছে রঙিন আলোতে। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, পাকিস্তান

পাকিস্তান- পাকিস্তানে মধ্যরাতেই শুরু হয়েছে ক্রিসমাস উদযাপন। স্থানীয় গির্জাগুলোতে মানুষের ঢল নেমে এসেছে। ছবি: এএপি

ক্রিসমাস, বড়দিন, ফিলিস্তিন

ফিলিস্তিন- দখলীকৃত পশ্চিম তীরে সান্তা ক্লসের সাজে কিছুটা পরিবর্তন এনেছে এক ফিলিস্তিনি। মুখে গ্যাস মাস্ক পড়ে ইসরাইলী দখলদারিত্বের বিরুদ্ধে চলমান প্রতিবাদ ফুটিয়ে তুলেছেন তিনি।

ক্রিসমাস, বড়দিন, নেদারল্যান্ড

নেদারল্যান্ড- নেদারল্যান্ডের রটেরডামে তুষার (স্নো) রাজা ও রানীরাই ছিল ক্রিসমাসের মূল আকর্ষণ।
ছবি: ইপিএ

ক্রিসমাস, বড়দিন, সিরিয়া

সিরিয়া- সিরিয়ার দামেস্কে আল-আবাসায়িন স্কয়ারে ক্রিসমাসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন হাজারো মানুষ। এদের মধ্যে অনেকেই সেজেছেন সান্তা ক্লসের সাজে।
ছবি: ইপিএ

ক্রিসমাস, বড়দিন, রাশিয়া

রাশিয়া- রাশিয়ায় রাজধানী মস্কোর রেড স্কয়ার ক্রিসমাস উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। ছবিটি তোলা হয়েছে মস্কো জিইউএম স্টেট ডিপার্টমেন্ট স্টোরের ছাদ থেকে। এতে ফুটে ওঠেছে পুরো রেড স্কয়ার ও এর আশপাশের এলাকা।
ছবি: ইপিএ

ক্রিসমাস, বড়দিন, সাইপ্রাস

সাইপ্রাস- সাইপ্রাসে ক্রিসমাস উপলক্ষে করা হয়েছে আলোর বিশেষ কাজ। লারনাকা শহরে চাঁদের পাশাপাশি লাল এই আলোকসজ্জাটি অনেকেরই আকর্ষণ কেড়েছে।
ছবি: ইপিএ

ক্রিসমাস, বড়দিন, জাপান

জাপান- জাপানের সেন্দাই শহরে মিয়াগি প্রিফেকচারে অংশ নিয়েছে হাজারো শিশু। পুরো রাস্তা সাজানো হয়েছে এলইডি আলোতে।
ছবি: এপি

ক্রিসমাস, বড়দিন, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া- অস্ট্রেলিয়ায় সিডনির রাস্তায় সান্তা ক্লসের সাজে কেনাকাটা করতে নেমেছেন তরুণীরা।
ছবি: এএপি

সারাবাংলা/ আরএ

ক্রিসমাস বড়দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর