Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিডিও বার্তা পাঠালেন মৃত তারকা!


১২ জানুয়ারি ২০১৮ ২৩:৩২ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ২৩:৩৬

সারাবাংলা ডেস্ক

যুক্তরাজ্যের রিয়েলেটি শো ‘বিগ ব্রাদার’ তারকা রেবেকা সেলটন এক ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি জীবিত আছেন। তবে মজার বিষয় হলো এর আগে তার ভেরিফাইড টুইটার পেইজ থেকে জানানো হয় এই তারকা মারা গেছেন। বিবিসিসহ বেশকিছু গণমাধ্যম বিভ্রান্ত হয়ে সেই সংবাদ প্রচারও করে।

তবে সব বিভ্রান্তিকে কবর দিয়ে এক ভিডিও বার্তায় তিনি জানান তার জীবিত থাকার কথা। এরপর এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের ধাপ্পাবাজির স্বীকার হয়েছিলামি আমি। খুবই বাজে অভিজ্ঞতা ছিল। তবে মন্দের ভালো খবর হচ্ছে, আমি বুঝতে পেরেছি অনেকেই আমাকে পছন্দ করেন। তারা আমার খেয়াল রাখেন।’

রেবেকা সেলটন ২০০৯ সালে রডরিগো লোপেজ নামে ‘বিগ বস’এর প্রতিযোগিতায় অংশ নেন। এরপর তিনি লিঙ্গ পরিবর্তন করেন।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর