রাষ্ট্রপতির কাছে আবেদন- ‘মরতে চাই’
১১ জানুয়ারি ২০১৮ ২০:০১ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ২০:০৪
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মুম্বাইয়ের এক বৃদ্ধ দম্পতি স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠিয়েছেন।
৮৬ বছর বয়সী নারায়ণ লাভাতে চিঠিতে লিখেছেন, ‘তার কোন ছেলে-মেয়ে নেই। তা ছাড়া কোন বড় রকমের রোগেও ভুগছে না। তবে বৃদ্ধ বয়সে এসে সমাজের কোন কাজে লাগছে না বলেই স্বেচ্ছামৃত্যু চান।’
তিনি আরও লিখেছেন, রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা বলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন আসামির সাজা মাফ করতে পারেন, সুতরাং কারো মৃত্যুর অনুমতি দেওয়ার ক্ষমতাও তার আছে।
নারায়ণ লাভাতে ১৯৮৯ সালে মহারাষ্ট্রের রাষ্ট্রীয় ট্রান্সপোর্ট করপোরেশন থেকে অবসরে যান। তার ৭৯ বছর বয়সী স্ত্রী ইরাবতী লাভাতেও মুম্বাইয়ের একটি হাই স্কুলের পিন্সিপালের দায়িত্ব থেকে অবসরে আছেন। তারা জানিয়েছেন, এই বয়সে এসে তারা আর বেঁচে থাকতে চান না।
বিয়ের প্রথম বছরেরই এই দম্পতি কোন সন্তান না নেওয়ার সিন্ধান্ত নেয়। এখনও তারা কারো দায়িত্ব নিতে চান না
এই বয়সে এসে সমাজের কোন কাজেই লাগছে না বলেই তারা স্বেচ্ছামৃত্যু চান।
ভারতে স্বোচ্ছামৃত্যুর বিষয়টি বহুদিন ধরেই আদালতে উঠেছে। এ বিষয়ে কোন সিদ্ধান্ত না হলেও স্বেচ্ছামৃত্যু সেখানে অবৈধ।
সারাবাংলা/এমআই