নিম্নচাপ এলো ঘরে!
১৪ ডিসেম্বর ২০১৮ ১১:৫৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮ ১৩:০৩
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ঢাকা: শীত এত চমৎকারভাবে দিনগুলো জুড়িয়ে দিচ্ছিল, এরই মধ্যে কেমন এক আজব ডংকা বেজে উঠল। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি উত্তর, মানে বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে। আর সেটা এখন একটি গভীর নিম্নচাপ। এটি নাকি আরও উত্তর-পশ্চিম দিকে গুটিগুটি পায়ে এগুচ্ছে! বেশ আশঙ্কার কথা!
নিম্নচাপটি আমাদের সমুদ্রবন্দরগুলো থেকে ১৫শ থেকে ১৭শ কিলোমিটারের মধ্যে আছে। ফলে সবগুলো সমুদ্রবন্দরে এক (১) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর গভীর সমুদ্রে অবস্থান করতেও বারণ করেছে আবহাওয়া অফিস।
এই যদি হয় সাগরের অবস্থা, মূলভূমির অবস্থাও খুব ভালো না। খুব শিগগিরই ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সামনের ক’দিন তাই মেঘলা কাটবে। টানা ছুটিটা পার হয়ে যেই অফিসের পথে রওনা হবো, তখন নাকি এই ঝড়-বৃষ্টি পেরিয়েই যেতে হবে অফিসে!
যাক, এগুলো ভেবে আর মন খারাপ করে কী করবেন। নিম্নচাপের আগের প্রস্তুতিওগুলোই বরং সেরে ফেলি। ভারি কাপড় নামিয়ে রোদে দিয়ে টাটকা করে রাখি, যেন বৃষ্টি আর মেঘ এলেও বেশ উষ্ণ থাকা যায়।
শুভ কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ/টিআর