Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত আসছে নেমে


৪ ডিসেম্বর ২০১৮ ১০:৫৫

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বঙ্গোপসাগরের মৌসুমি লঘুচাপ আকাশে বেশ মেঘের যোগান দিয়ে যাচ্ছে। এমনি আকাশে সূর্যের দাপট কমে গেছে, এখন এই মেঘের কারণে দিনের বেলাতেই বিকেল নেমে আসে। আর সূর্য নেই মানে সহজ হিসেব, শীত নেমে আসবে।

মেঘের বদান্যতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। বেশ ভালো খবর। সারাদেশে সবখানেই ঠাণ্ডা অনুভুত হচ্ছে, শুধু চাঁদপুরে কাল ২৯ ডিগ্রি তাপমাত্রা ছিল তবে উত্তরের জেলাগুলোতে ইতিমধ্যে বেজায় শীত। রাতের দিকে ১৩ ডিগ্রি নেমে যায় তাপমাত্রা। হাড় কাঁপুনি হওয়ার মতো কথা!

গতকালের মতো আজকেও আকাশ কিন্তু বেশ মেঘলা। মেঘ তার সর্বোচ্চ শক্তি দিয়ে সূর্যকে পিছে ঠেলে দিচ্ছে, কিন্তু তাই বলে ভাববেন না যে বাতাস আর্দ্র। বাতাস কিন্তু বেশ শুষ্কই আছে।

ভালো কাটুক মঙ্গলবার দিনটি।

সারাবাংলা/এমএ/এসএমএন

মৌসুমি লঘুচাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর