Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা


২৭ নভেম্বর ২০১৮ ২০:২৭

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামি বইমেলা। চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ৬০টি স্টল অংশ নিয়েছে।

এতে আরও বলা হয়, মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থ এবং ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে ক্রেতারা সব বই পাবেন ৩০ শতাংশ ছাড়ে। গত ২০ নভেম্বর ধর্মসচিব মো. আনিছুর রহমান মেলার উদ্বোধন করেন।

সারাবাংলা/এটি

ইসলামি বইমেলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর