Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশাভেদী রোদের দিনে


২৬ নভেম্বর ২০১৮ ১০:২৩

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

শীতের সকালের সবচেয়ে আনন্দ হচ্ছে জানালায় রোদের আসা। রোদ এসে গেলে জানা যায় আজকের দিনটা চনমনে কাটবে নাকি খুব মন খারাপে কাটবে।

আজকের দিনটি কিন্তু রোদের। মিষ্টি রোদের একদম ভেসে যাচ্ছে পৃথিবী। কিন্তু আজকে যে কুয়াশাও আছে। সময়টাই যে কুয়াশার। যতদিন বৃষ্টি হবে না কুয়াশাই তো আমাদের সতেজ রাখবে।

কুয়াশা নামলে মনে হয় যেন পৃথিবী একটা মসলিনের পর্দার ভেতরে নিজেকে পুরে নিয়েছে। আলোর কণাগুলো প্রতিটি নিজেকে দেখিয়ে জানান দেয় এখানে তারাও আছে। সেই ধুলো ধুলো আলোর রঙ্গশালায়ই আজ শুরু হলো আমাদের দিন।

তবে আমাদের দিনটি মোটেই নাটকীয় নয়। আকাশে তেমন মেঘ নেই। মেঘের খেলাও নেই। ঝকঝকে নীল আকাশ। ওদিকে বাতাদের তাপমাত্রাও শুষ্ক। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। মানে ঐ এক রকম নিরুত্তাপ দিনই।

তাহলে আর কী, শুরু করে দেয়া যাক দিনটি। ঠেলে-ঠুলে এটাকে সফল করে ফেললেই কাজ হয়ে যাবে!

শুভ সকাল!

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর