Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিষ্টি নতুন শীতে


২৫ নভেম্বর ২০১৮ ১০:২২

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

ছোট্ট ছোট্ট পায়ে টুক টুক করে এগিয়ে আসছে শীত। তবে শীত বলতে যে হাড় কাঁপানো ঠাণ্ডাকে আমরা বুঝি তার সঙ্গে এই শীতের তুলনাই নেই। এই শীত ভীষণ আদুরে আর মিষ্টি!

শীত পড়ায় যেমন শরীরে আরাম হচ্ছে তেমনি আরাম হচ্ছে পকেটেও। কারণ শীতে পাখা চলছে না, ইলেক্ট্রিসিটি বিলও আসছে কম। কী যে শান্তির একটা সময়।

প্রশান্ত, স্নিগ্ধ এই দিনে সমুদ্রও বেশ শান্ত আছে। হয়তো এই প্রকৃতি তাকেও চুপ করিয়ে রেখেছে। আর সমুদ্র শেষ হওয়ায় আমরাও নিশ্চিত। আকাশে মেঘ নেই, ঝড়ের সম্ভাবনা নেই, ক্ষয় ক্ষতির আশঙ্কা নেই। শুধু আরামে চোখ বুজে দিন উপভোগ করে যাওয়া।

এইসব আরামের মধ্যে একটু মন খারাপের কথা হচ্ছে আজ রোববার। মানে কাজে যেতে হবে, মানে একটু একটু মন খারাপ হবে আর খুব খুব কাজের চাপ বাড়বে। কিন্তু এর সঙ্গে আনন্দের খবরও আছে। যেমন সূর্য আজ খুবই তেজি। আকাশে মেঘ তেমন নেই। তো সূর্য এই শীতের মধ্যেও দারুণ চাঙ্গা রাখবে।

আবার সূর্য যদি খুব গরম লাগিয়ে দেয় তার জন্য ঠাণ্ডা হাওয়া তো আছেই, আজকের সর্বোচ্চ তাপমাত্রা মোটে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গরম টেরই পাওয়া যাবে না।

ওদিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও কমের দিকে। মানে ঘামের ভয়ও থাকছে না। তাই সব মিলে এমন চমৎকার দিন রোজ রোজ পাওয়া যাবে না।

আরাম আর স্বস্তিতে কাটুক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর