রোদে ভরা এ দিনটি
১৫ নভেম্বর ২০১৮ ১০:১৬ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১০:৪২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
ছোট দিনগুলোর একটা সুবিধা হচ্ছে চট করে দিন শেষ হয়ে যায়। দিন খারাপ যাক, অস্বস্তিতে যাক, মন খারাপে যাক দিন তো শেষ হয়, এরপর নরম কুয়াশার সঙ্গে নেমে আসে স্বস্তি, আরাম!
অগ্রহায়নের আগমনীতে আজকে ঠিক এমন একটা দিন। যদিও সকালের রোদে এই আরাম অনুভব করা কঠিন তবে, বিশ্বাস করুন, সত্যিই দিন ফুরোয়, সন্ধ্যা নামে, আর প্রশান্তির পরশ আস্তে আস্তে প্রলেপ বুলায় জীবনের সব ক্ষতে, অপূর্ণতায়…
আজ অবশ্য এসব ক্ষত অপূর্ণতা নিয়ে আলাপের প্রশ্নই আসে না কারণ আজ যে বৃহস্পতিবার। সপ্তাহের শেষ দিন। যেমনই হোক, যেভাবেই কাটুক, সপ্তাহিক ছুটির দিন আসছে জীবনকে চার্জ করে নেয়ার জন্য।
তাও আজকের প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ভয়ানক রোদের দিনে ভালো লাগতে পারে। কেন? কারণ আকাশে যে মোটেই মেঘ নাই। আকাশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু নীল আকাশ। মাঝে মধ্যে টুকরো মেঘ আকাশের শোভা বাড়াবে ছাড়া কমাবে না।
ঘূর্ণিঝড় গাজা আমাদের থেকে বেশ সরে গেছে। কিন্তু এখনই তার বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এটার গতিপথ আমাদের থেকে বিপরীতেই, যদিও সমুদ্রবন্দরে এখনও দুই নম্বর সতর্ক সংকেত দিয়ে রাখা হয়েছে।
তো সব কিছু মিলিয়ে চমৎকার একটা দিন আজ, আজ যদি না হয় তাতেও কী যায় আসে? আমাদের গল্প লেখার সুযোগ সবসময়ই আমাদের হাতে থাকে। আমরা এটা সুন্দর করে লিখে নিতেই পারি।
শুভ যাক আজকের দিনট!
সারাবাংলা/এমএ