Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের ফিরে আসা


৯ নভেম্বর ২০১৮ ০৮:৫৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বছর ঘুরে আবার ফিরে আসতে শুরু করেছে শীত। এখনও সে পুরোপুরি ফিরেনি। মাত্র কড়া নাড়ছে। এতেই আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে দেশজুড়ে।

দিনগুলোতে আনন্দ ছাড়া কিচ্ছু নেই। রোদে গরম লাগে বটে কিন্তু এই গরম আর কতক্ষণ থাকে দুপুর হতেই সূর্য টুপ করে হারিয়ে যায়। তারপর তো হিমেল বাতাসের রাজত্ব!

আমরা গায়ে যেমন টের পাচ্ছি কাগজে কলমেও কিন্তু শীতের আগমনী টের পাওয়া যায়। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। এটা তাও ঢাকার হিসেব। গ্রামের দিকে আরও কম। ওদিকে বাতাসের আর্দ্রতাও কমতির দিকে। আকাশে মেঘও কমে এসেছে। সব মিলিয়ে কী দারুণ উপভোগ্য এক একটা দিন!

তো আজকের ছুটির দিনে খুব করে গায়ে রোদ মেখে আলু কপির ভাজি দিয়ে নাস্তা করে দারুচিনি দিয়ে বানানো মশলা চায়ে চুমুক দিন। জীবনে যে ছোট ছোট আনন্দ আছে সেগুলো প্রাণ ভরে পান করতে হয়, এগুলো বড় বড় সমস্যা পাড়ি দিতে সাহায্য করে।

সারাবাংলা/এমএ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর