ছবিতে ছবিতে দীপাবলি উৎসব
৬ নভেম্বর ২০১৮ ২২:১৪ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২২:১৬
।। সারাবাংলা ডেস্ক ।।
আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব। রাতে শক্তিরূপিনী শ্যামা মায়ের পূজার্চনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। একইসঙ্গে আজ সন্ধ্যা থেকে ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে উদযাপিত হচ্ছে দীপাবলি উৎসব। সিলেট চালিবন্দর শ্মশানঘাটের মন্দিরে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে সহস্র প্রদীপ জ্বালিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দীপাবলি উৎসব পালন শুরু হয়। রাত ১০টা থেকে পূজা শুরু হয়ে ভোরে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হবে শ্যামাপূজা। সিলেট নগরীর চালিবন্দর শ্মশানঘাট থেকে ছবি তুলেছেন, মামুন হোসেন।
সারাবাংলা/এনএইচ