মেঘ ভেজা দিন
৩০ অক্টোবর ২০১৮ ০৯:৫৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১০:০২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা ছিল আগামী কয়েকদিন আকাশ এমন মুখ গোমড়া করে থাকবে। তো আকাশ কথা রেখেছে।
আজকেও আকাশ জোড়া মেঘ, আবহাওয়ার পূর্বভাসে বলেছে দেশের প্রায় সব জেলায় কমবেশি বৃষ্টি হবে, সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। মানে বাতাস আজ হাড়ে বিঁধে যাওয়ার পরিকল্পনায় আছে।
আজকেও দিনের তাপমাত্রা প্রায় সারাদিন জুড়েই হবে ২৪ ডিগ্রি সেলয়াইয়াস নয়তো ২৫ ডিগ্রি সেলসিয়াস। তো যারা মেঘলা দিন ভালোবাসে তাদের জন্য আজকের দিনটা একটা বিশাল খুশির দিন, কারণ আর্দ্রতা অনেক হলেও দিনটা ঠিক প্যাচপ্যাচা না।
দারুণ এই দিনটা দারুণ কাটুক এটাই প্রত্যাশা।
সারাবাংলা/এমএ/এমএইচ