স্ত্রীকে পাশে রেখে অন্যজনের শ্লীলতাহানির অভিযোগ
৫ জানুয়ারি ২০১৮ ২১:১৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ২১:৫১
সারাবাংলা ডেস্ক
বউকে পাশের সিটে বসিয়ে রেখে অন্য নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে। লাস ভেগাস থেকে ডেট্রয়েটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বিমানে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত প্রভূ রামমূর্তি (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করেছে মিশিগান ফেডারেল পুলিশ।
অভিযোগকারী জানান, হঠাৎ ঘুম ভেঙে গেলে টের পান তাকে শ্লীলতাহানি করা হয়েছে।
এই ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনজীবী অ্যামান্ডা জাওয়াদ জানান, রামমূর্তি তার স্ত্রী ও অভিযোগকারী নারীর মাঝের সিটে বসে ছিল। অভিযোগকারীর ঘুম ভাঙলে রামমূর্তিকে তার কাছ থেকে দূরে সরে যেতে দেখে।
এরপর অভিযোগকারী নিজের শ্লীলতাহানি হয়েছে টের পেয়ে বিমানের পিছনে গিয়ে বিমানবালাদের কাছে অভিযোগ করেন।
দুজন বিমানবালা এ ঘটনার পর জানিয়েছেন, অভিযোগকারী যখন আমাদের কাছে এসেছিলেন তখন খুব কাঁদছিলেন। সে সময় তার জামার বোতামও খোলা ছিল।
এ ঘটনায় পর বিমান অবতরণের সঙ্গে সঙ্গে রামমূর্তিকে আটক করে পুলিশ।
রামমূর্তি একটি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তিনি পিল খেয়ে গভীর ঘুমে আছন্ন ছিলেন। সে কারণে, কী ঘটেছে তার কিছুই মনে করতে পারছেন না।
তবে ওই নারী রামমূর্তির হাঁটুর ওপর ঘুমিয়েছিল বলে জানিয়েছেন রামমূর্তির স্ত্রীর।
অ্যামান্ডা জাওয়াদ জানান, অভিযোগকারীর সঙ্গে আসলে কী ঘটেছে, সে ব্যাপারে রামমূর্তি স্ববিরোধী কথা বলছেন।
ডেট্রয়েট ম্যাজিস্ট্রেট জজ স্টিভেন ওয়ালেন এই ঘটনাকে ‘অস্বাভাবিক কেস’ হিসেবে আখ্যায়িত করে তাদের পাসপোর্ট আটক করেছে।
উল্লেখ্য বিমানবালাদের সংগঠন ‘ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়ন অ্যাসোসিয়েশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রায় পাঁচ জনের একজন বিমানবালা যাত্রীদের কাছ থেকে যৌন হয়রানির অভিযোগ পান।
তবে এ সব ঘটনার ক্ষেত্রে খুব কমই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
সারাবাংলা/এসআরপি