Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুষ্টু গরমের দিনে


২৬ অক্টোবর ২০১৮ ১০:০৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১০:০৮

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

ছুটির দিন সকাল, নরম কোমল বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙ্গে হালকা হাঁটাহাঁটি করে ফুলকপি কিনে এনে আলু ফুলকপির ভাজি দিয়ে নাস্তা করে চা হাতে একটু চাদর গায়ে দিয়ে আয়েস করবেন। কিন্তু না তা তো হওয়ার নয়। সূর্যের বদ রাগ কমলেই না? আজকেও তাকে রোয়াব দেখাতে হবে না?

গত কয়দিন ধরে আবহাওয়ার পিন এক জায়গাতেই আটকে আছে। দিনের বেলায় বেশ গরম আর রাতে ঠাণ্ডা! আজকেও তার ব্যতয় কই হচ্ছে? সেই ৩২ ডিগ্রি সেলসিয়াসের গরমই তো হতে যাচ্ছে। সঙ্গে মেঘের সঙ্গহীন আকাশ তো আছেই। এই সুযোগে সূর্যের অতিবেগুনী রশ্মি খুব বাড়া বাড়বে। কিন্তু কী লাভ? সূর্য হেলে গেছে এখন সারাদিন কাঁদলেও ৬ এর উপরে ইনডেক্স যাবে না। তবে, সানস্ক্রিন ভোলা যাবে না। ঠিক আছে?

বাতাসের জলীয়বাষ্প কম বিষয়টা এখন ত্বকে টের পাওয়া যায়। আজ শুক্রবার আছে, আজকে একটু ত্বক চুল পায়ের নিচের শক্ত চামড়াগুলোর যত্ন নিতে পারেন সপ্তাহের কাজের দিনগুলো যখন জীবনের উপর দিয়ে যাবে তখন অন্তত এরা আরাম দিবে।

শুভ যাক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ

শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর