ভরা পূর্ণিমার অপেক্ষা
২৪ অক্টোবর ২০১৮ ০৯:৫৬ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০৯:৫৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
মাঝে মাঝে জীবন এত তপ্ত থাকে যে সেটাকে দেখেও না দেখার ভান করতে হয়। এরপর একদম চোখ বুজে এমন একটা বিষয় নিয়ে ভাবতে হয় যেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। তবে, অনেক সময় ঘটে যায়। আজকে যেমন, দিনটা গরম, মেঘ নেই, কিন্তু রাতে আকাশ ভরা চাঁদ আর ঠাণ্ডাও কমে আসবে অনেকটাই।
কার্তিক মাসের মাসের আজ ৯ তারিখ। সূর্যের কাণ্ডটা দেখেন, সর্বোচ্চ তাপমাত্রা নাকি ৩২ ডিগ্রি সেলসিয়াস। এমন তার প্রতাপ যে মাথা নত না করে উপায় নেই। ওদিকে মেঘ তো দেশই ছেড়েছে আজকেও তার দেখা নাই। উত্তর বঙ্গোপসাগর মানে বঙ্গোপসাগরের আমাদের সীমান্তে কোনো আবহাওয়া বদলের কোনো হিল্লোল নেই। সবাই শান্ত সৌম।
তো সারাদিনে প্রখর রোদ পড়তে না পড়তেই যখন ঝুপ করে সাঁঝ নামবে তখন আকাশ জুড়ে উঠবে ইয়া বিশাল এক চাঁদ। আজ যে প্রবারণা পূর্ণিমা। সেই চাঁদের আলোয় কথা ভেবে কেটে যাক তপ্ত দিনটি?
শুভ হোক সকলের পথচলা।
সারাবাংলা/এমএ