শৈতপ্রবাহে বাড়বে হাড়ের ঠনঠনি
৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫৮
সারাবাংলা ডেস্ক
আজ পৌষ মাসের ২২ তারিখ। মাসের তারিখের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। আর গত রাত থেকে শুরু হওয়া শৈতপ্রবাহে তা পেয়েছে আরও গতি। প্রায় সারাদেশব্যাপী চলা এই শৈতপ্রবাহে রাজধানীতেও শীত বাড়ছে।
এতদিন যারা আফসোস করেছেন এবার ঢাকায় শীত পড়ছে না কেন! তারাও গত দুই এক দিনের শীতে কাবু হয়েছেন। তারা বলছেন, কনকনে শীতে লেপ-তোষক ছেড়ে যেন বাসা থেকে বের হতে ইচ্ছে করে না।
আজ শুক্রবার রাজধানীর তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
সকালে সূর্য উঠেছে ৬টা ৪২। আজ দেশের সবস্থানে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে শীতের তীব্রতা বেশ বাড়তে পারে।
আজ সূর্য ডুববে ৫টা ২৫ মিনিটে।
শীতে নিরাপদে কাটুক আপনি ও আপনার পরিবারের সারাটা দিন।
সারাবাংলা/টিএম/আইজেকে