Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসামঞ্জস্য আবহাওয়ায়, সাম্যতা কামনার দিন


৯ অক্টোবর ২০১৮ ১০:০৫ | আপডেট: ৯ অক্টোবর ২০১৮ ১০:০৬

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

সকাল সকাল আবছা কুয়াশা আর ঘুম মাখা চোখ খুলতেই খবর এলো বঙ্গোপসাগরে নাকি লঘুচাপ, নিম্নচাপ সব হয়ে গেছে। এখন সবার এই চিন্তা, কখন যেন ঘূর্ণিঝড়ই এসে পড়ে।

আবহাওয়ার পূর্বাভাসে বঙ্গোপসাগরের উপকূলে সব্বাইকে ১ নং দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বলা হচ্ছে যে নিম্নচাপটা গভীর আর খুব দ্রুত শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে দেশের নিম্ন অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস এখন অনেক শক্তিশালী হওয়ায় আমরা বুঝতে পারি যে ঝড় আসছে। লঘুচাপ, নিম্নচাপ আরও কত কি। অথচ আশ্বিন মাসের ঝড় একটা খুব অতর্কিত ঘটনা, মনে নেই সেই যে পদ্মা নদীর মাঝিতে আশ্বিনের ঝড়ের কী ভয়ানক বর্ণনা দেয়া ছিল!

আশা করা যায় ঝড় আসুক না আসুক এই ঝড় ঝড় পরিস্থিতিতে দিনের বেলার গরমের একটা সুরাহা হবে আর রাতের সঙ্গে দিনের তাপমাত্রাও একটু সহনশীল হবে। এই পুরো বছর আবহাওয়া এমনিতে খুব ভালো ছিল। অনেক বৃষ্টি, অনেক গরম, অনেক শীত কিছুই হয়নি। এখন ঝড়টা এসে যদি ব্যাঘাত না ঘটায় তাহলে বলাই যাবে এটা দারুণ একটা বছর যাচ্ছে।

আজকের দিনেও যথারীতি সর্বোচ্চ তাপমাত্রা সেই ৩৩ ডিগ্রিই উঠে থাকবে। বঙ্গোপসাগরে যতই নিম্নচাপ হোক ঢাকা কিন্তু সেই মেঘশূন্য, ছায়া শূন্য আর ভীষণ শুষ্ক থাকছে। আজও রোদে কষ্ট হবে, ত্বক শুকিয়ে চটচট করবে।

এরকম দিনে দক্ষিণ অংশে থাকা মানুষ, মধ্য আর উত্তর অঞ্চলের মানুষদের কথা ভেবে মন খারাপ করতে পারেন। উপর দিকের মানুষের চিন্তায়ও থাকুক উপকূলীয় অঞ্চলের মানুষের সম্ভাব্য দুর্যোগের চিন্তা।

এভাবে সকলের জন্য সকলের প্রার্থনা আর শুভ কামনায় অসামঞ্জস্য দিনটায় ভালোবাসার সাম্যতা আসুক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ/এনএইচ

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর