সূর্যকে ভুলে, কেউ যাসনে ঘরের বাহিরে
৭ অক্টোবর ২০১৮ ১০:১১ | আপডেট: ৭ অক্টোবর ২০১৮ ১৫:২২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আশ্বিনও বিদায় নিচ্ছে আর আকাশ থেকে মেঘেরাও। আজকে সকালে তাও বেশ মেঘলা আকাশ থাকবে, কিন্তু দিন বাড়তেই উধাও। মাত্র ১৮ শতাংশ মেঘ। ঘর থেকে কেউ যদি আজ সূর্য থেকে সুরক্ষার পরিকল্পনা ছাড়া বের হয় তাহলে যে কত কষ্ট হবে তা আর বলে বোঝানো সম্ভব না।
শীতকে জায়গা ছেড়ে দিতে মৌসুমি বায়ু রীতিমতো বিদায়ই নিয়েছে আমাদের এই দিক থেকে। তো এর সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভবনাও। ফলে আকাশে মেঘ নেই, আর্দ্রতা কম। শুধু যেটা কমে নাই সেটা হচ্ছে তাপমাত্রা। ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খুব ভোগাবে।
যাক শুষ্ক গরমের দিনটি নিরাপদে কাটুক। আর সূর্যের বিষয়ে খুব সাবধান। সে এখন মিছরির ছুরি হয়ে আক্রমণ করতে প্রস্তুত হচ্ছে।
সারাবাংলা/এমএ