মৌসুমি বায়ুর মদতপুষ্ট প্রভাবশালী মেঘ
২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৮:২৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
যতই নির্বাচন এগিয়ে আসছে মদত, প্রভাব, ক্ষমতা এগুলো উচ্চারিত হচ্ছে বেশি বেশি। তো এটা তো আশ্বিন মাস, পৌষ আসতেই নির্বাচন। তো পৌষের শীত যেহেতু এখনই একটু একটু নিজেকে তৈরি করছে আশ্বিনের মেঘই বা কী দোষ করল?
যা বলছিলাম, কদিন নিরব থাকার পর মৌসুমি বায়ু আজ বাংলাদেশের উপরে খুব সক্রিয় আছে। এর প্রভাবে উত্তরবঙ্গ ছাড়া দেশের প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণ ও বজ্রবৃষ্টি হতে পারে।
এই পূর্বাভাস ছাড়াও আকাশের দিক তাকালেই বোঝা যাবে মেঘগুলো মৌসুমি বায়ুর কেমন আস্কারা পেয়েছে। মেঘের উপর মেঘ তার উপর মেঘ। মানে বায়ুমণ্ডলের সব স্তরেই আলাদা করে মেঘের স্তর আছে। আর তারাও নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করছে। এটা কিউমুলোনিম্বাস না হয়ে যায়ই না।
আজকে আটটা নয়টা নাগাদ একটা ঝড়ের কথা বলা হচ্ছে। এটার পরে মেঘ কিছুটা ছাড়তে পারে তবে তিনটা বাজতেই আবার মেঘ তার প্রভাব দেখানো শুরু করবে। বলা হচ্ছে, এরপর আর আলাদা করে সন্ধ্যের অপেক্ষা করে কাজ নেই। এইই দিনের শেষ প্রান্ত!
অনেকদিন বৃষ্টি না হলে যা হয় আর কি, মেঘের ছাতেও আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মেঘের গুমোট আর ভীষণ আর্দ্রতায় অনুভূত হবে ৪০ ডিগ্রির মতো। এমনকি বৃষ্টি হলেও গরম খুব কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
দুর্যোগের এই দিনটি নিরাপদ হোক, এই প্রত্যাশাই থাকলো।
সারাবাংলা/এমএ