Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছদ্মবেশী সূর্যের দিন


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩১

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

আজকে আকাশ দেখে কী মনে হচ্ছে? বেশ মেঘলা মেঘলা তাই না? এখন একদিনের এই ৩৬ ডিগ্রি সেলসিয়াস গরম সহ্য করে মন তো চাইবেই এই মেঘ বৃষ্টি হয়ে ঝরুক। কিন্তু এগুলো হওয়ার না। এই মেঘ শুধুই সূর্যের ছদ্মবেশ, আজকের রাজা যে সেই।

আকাশ জুড়ে আজ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত মেঘ। এর মানে অবশ্য এই না যে মেঘ সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকে দেবে। বললাম বা মেঘটা শুধুই ছদ্মবেশ, অতিবেগুনি রশ্মি ইনডেক্সে ৮ পর্যন্ত উঠে যাবে। অবশ্য মেঘ একদম ফাঁকা বুলি না।  দুদিনের গরমে বঙ্গোপসাগরে লঘু চাপের তৈরি হয়েছে। এটা আজকে সারাদিন ঘনীভূত হবে।

আজকে বাতাসের আর্দ্রতা ৭০ থেকে ৮০ শতাংশ। ফলে গরমটা বেশ ভোগাবে। তবে মেঘ আর আর্দ্রতার জোরেই কি না আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুই ডিগ্রি কমে ৩৪ ডিগ্রিতে এসেছে। তবে অনুভূত হবে সেই ৪১ ডিগ্রি সেলসিয়াসই।

আজকে সারাদিনে বজ্রঝড় হতে পারে তবে সেগুলো মেঘের অভ্যন্তরীণ বিষয়। তারপরেও এই ঋতুতে বজ্রপাতের বিষয়টা মাথায় রাখতে হবে।

আজকে যদি লঘু চাপটা ঘনীভূত হয়ে যায় তবে কাল পরশু নাগাদ বৃষ্টি নেমেই যাবে। ততক্ষণ বরং এই মেঘের খেলা চলুক।

শুভ কাটুক আজকের দিনটা।

সারাবাংলা/এমএ

বজ্রঝড়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর